লেখা পাঠাতে হলে



  আপনাদের লেখা মনপাখি পাঠাতে পারেন, ছোট বড় সবাই- বয়সের কোনো বাঁধা নেই, যেকোনো লেখা পাঠাতে পারেন, মনোনীত হলে এখানে প্রকাশ করা হবে, আপনি আপনার মতামত পাঠাতে পারেন আপনার অমূল্য মতামত ও লেখা আমরা যত্ন সহকারে প্রকাশ করব নিজেদের আঁকা ছবি,ফটোগ্রাফিভ্রমন কাহিনি, কবিতা, গল্প, ছোট গল্প,  ছড়া যেকোনো ধরনের লেখা পাঠাতে পারেন



* লেখা পাঠানোর নিয়মঃ


* বাংলাতে টাইপ করে পাঠাতে পারো তবে সেটা Notepad বা MS Word এ পাঠাতে হবে, এবং লেখাটা যেন unocode support করে

* বাংলা টাইপ না করতে পারলে ইংরাজিতে লিখে ফেলো

* ছবি পাঠালে jepg, png, jif format এ যেন থাকে

* Internet থেকে কোনো ছবি ব্যবহার করলে- সেটি কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তার সূত্র যেন থাকে

* ফটোগ্রাফি দিলে তার কপি রাইট ফ্রি হতে হবে

* লেখা ও ছবির সাথে অবশ্যই নিজের নাম, বয়স, কোথা থেকে পাঠাচ্ছো অর্থাৎ নিজের পরিচয় দিতে হবে সাথে মোবাইল নম্বর তা দিতে ভুল কর না

* নিজের একটা ছবি পাঠালে খুব ভালো হয়, তাতে নিজের পরিচিতি বাড়বে

* নিজের সম্পর্কে ছোট্ট একটা বিবরন, সেটা আমরা লেখক পরিচিতি বিভাগে ছবি সহ প্রকাশ করবো



আমরা আপনার অমূল্য মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করবো আপনাদের অমূল্য মতামত আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমরা আরও ভালো উপস্থাপন করতে পারবো আপনাদের কোন রকম অসুবিধা, চিন্তা ভাবনা, পরামর্শ থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন  আপনাদের সাহায্যই আমাদের চলার পথের পাথেও



ইমেল- 3drainbow11@gmail.com

Hyderabad

500058



* এখানে পোষ্টের সাথে কিছু ছবি ব্যবহার করা হয়েছে - যে গুলি Google থেকে নেওয়া সব ছবি ব্লগ সাইটের নিজস্ব নয়। *

* ব্লগের পোষ্ট গুলির কপি রাইট সম্পূর্ন ব্লগের 

* কোনো লেখা অনুমতি ছাড়া কপি পেস্ট করলে, বা অন্যায় ভাবে কোথাও ছাপা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

* কোনো লেখা প্রকাশ করতে গেলে ব্লগের অনুমতি নিতে হবে 

* কপি পেস্ট দণ্ডনীয় অপরাধ  

* সুধী পাঠক গণের কাছে আমাদের অনুরোধ অন্য কোথাও এই লেখা দেখলে আমাদের কে জানান 


Related Posts
Previous
« Prev Post