বিষাক্ত তীর



বহুদিন পরে
মেঠো চেনা পথটা ধরে
চলেছিলেম একা-
কলসী কাঁকে হঠাৎ করেই
তোমার সাথে দেখা!
মুখটা ফিরায়ে নিলে অচেনার ভানে
কি যে অপরাধ কে জানে!
সে কি ঘৃণা, নাকি অভিমান!
সে তো জানে শুধু ভগবান!
আহত যে পাখিটার ভেঙ্গে গেছে নীড়
কেন তারই বুকে বিঁধে দাও
এত বিষাক্ত যন্ত্রনার তীর!

-একলা পথিক

Related Posts
Previous
« Prev Post

1 comments