চিতায় জ্বলছি


নীল সমুদ্র ভেবে ঝাঁপ দিয়েছিলেম
শান্তিতে একটু সাঁতার কাটবো বলে
কিন্তু হায় রে! এতো দেখি
শুষ্ক সাহারার ধূ ধূ করা মরু প্রান্তর
গোলাপ ভেবে তুলতে গিয়ে-
কাঁটার আঁচড়ে ছিঁড়ে যাওয়া হাতটা থেকে পেলেম
রক্তের গন্ধ আর অসহ্য যন্ত্রনা
আমার এ হৃদয়ের তুচ্ছ প্রেমটাকে
অমর করব বলে-
এক চুমুকে পান করেছিলেম অমৃতের পাত্রটি
তখন তো ভাবিনি; ওতে ছিল বিষাক্ত গরল---
ঐ পাহাড়ের চুড়ায় ঠেকে থাকা
বিকালের সোনালী সুর্য টাকে, ভাবলাম- তুমি!
পাবার আশায় হাত বাড়ালেম;
তারপর-?
বুঝলাম আমার জীবনের সব কিছুই ভ্রম
কিন্তু এটা ধ্রুব সত্যি-
পাহাড়ের বুকে থেঁতলে যাওয়া
আমার রক্তাক্ত দেহটা
আজ শ্মশান ঘাটের চিতায়
দাউ দাউ করে জ্বলছে
তোমাদের সকলের চোখের অলক্ষে !
***********************************



Related Posts
Previous
« Prev Post
First