মুক্তি

মাটির মহলে স্মৃতির শিকলে বন্দী
যদিও মুক্ত ভাঙ্গা কাঠের দুয়ার,
মর্মাহত মনকে পাহারা দেয় ওরা
আজ এই বসন্ত উৎসবের দিনেও!
এ মহল যদিও কোন বিলাসী রাজাদের নয়;
নয় প্রাচীন গ্রীস রোমের মত।
তবুও যেন সৃষ্টির আদিকাল থেকে
আজও স্বসন্মানে অক্ষত।
একদিন খুশীর জোয়ারে রঙের বন্যায়
সবার সাথে নেচে উঠত এই মহল
সময়ের গতি ঠেকে দিয়েছে সে ইতিহাস।
সেই হতে হয়তো কারো অপেক্ষায়
নেভানো প্রদীপ জ্বলল না আজ অবধি!
দূর হল না অন্ধকার!
ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে দেখা চেনা মুখগুলো
বসন্তের রঙে অচেনা।
সাজানো বাগানটা আজ মরুদ্যান
ভেসে আসে না কোকিলের সুর-
বসন্ত যেন বড্ড দূরে!
শূন্য মহলটা হয়তো শূন্যই রয়ে যাবে
বাজবে না তার পায়ের শৃঞ্জন
মরিচীকা হয়ে যাবে সবকিছু
হয়তো একদিন কুয়াশায় ঠেকে যাবে
মুক্তির পথটাও!
-একলা পথিক


Related Posts
Previous
« Prev Post