হে স্বাধীনতা


তারাদের মতো মিটমিট করছো ইতিহাসের পাতায় এক কোনে
ফাঁসির দড়ির একটি টানে স্তব্ধ হৃৎপিণ্ড
হে স্বাধীনতা নাকি তোমার জন্য!
প্রায় ৬০ বছর বিজয় পাতাকা উড়ছে উঁচুতে উঁচুতে
আরও উঁচুতে
হে স্বাধীনতা, জানি না তুমি ক্লান্ত হয়ে পড়েছ কিনা!

সীমান্তের আকাশটা আজও লাল আওয়েন
সিপাহী গুলো মহা বিদ্রোহের মাঠে আজও স্বাধীনতা খুঁজছে
হাসপাতালের বেডে ভুখা মরার আগে
তোমার শেষ ঘৃণার দৃষ্টি টা কাকে খুঁজছিল বাঘাযতিন
পলাশীর বিশ্বাস ঘাতাক কে?
এত কি ভাবছো বিবাদী?
জালালাবাদের গুহাতেও নিরাপত্তা নেই!
বিদেশী এসি ঘোড়ায় চড়ে লক্ষ্মী বাইয়ের হাত ধরে
নাইট ক্লাব তোমাকে খুঁজছে প্রীতিলতা
হয়তো এক সেট মডার্ন ড্রেস দিয়ে তোমাকে সদস্য করবে বলে!
বর্ন পরিচয় তুমি হাসছো!
তবে সতীদাহ তোমার চোখে জল কেন?
কোনের ঘরের সিন্ধুকে পন খুঁজছে বলে!
তোমার স্বপ্ন এভারেস্ট ছুয়ে মঙ্গলে আছড়ে পড়েছে স্বামীজী
আর একটু বাকি!
লিপস্টিকের প্রলেপে গান্ধিবুড়ি তোমার স্বদেশ স্বাধীনতার প্রয়াস
আজ ড্যাশ স্বাধীনতার অপব্যবহারে পরিনত
বোতল বুকে টলতে টলতে এগিয়ে চলেছে-
সাদা পোশাকের প্রতিশ্রুতির সমুদ্রে
তোমার give me blood” নোনা জল খেতে খেতে
নতুন ব-দ্বীপ খুঁজছে!
শুরুতেই লজ্জ্বায় মুখ ঢাকলে
দেখবে না নতুন নাথুরামদের
পুটুলি বাঁধা আর কাদা ছেটানোর খেলা
সমাজের অলিতে গলিতে গজিয়ে ওঠা
নব্য আজাদ হিন্দ বাহিনীর প্রকাশ্য সন্ত্রাস! 
-একলা পথিক 

Related Posts
Previous
« Prev Post