বেসিক কম্পিউটার শিক্ষা বাংলা ভাষায়

আমরা অনেকেই কম্পিউটার শিখি কিন্তু সে শিক্ষা যথাযথ ভাবে হয় না, সঠিক প্রশিক্ষণের অভাবে। বিশেষ করে গ্রাম বাংলার ছেলে মেয়েদের খুবই অসুবিধা হয়। কারন সেখানে পরি-কাঠামো ঠিক নেই। আর সবচেয়ে বড় সমস্যা হল ইংরাজি।  যেহেতু এটা বেদেশি ভাষা তাই অনেকেই ভয় পেয়ে পিছিয়ে আসে। আমার নিজের দেখা অনেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ২৫০০-৩০০০ টাকা নেয় কম্পিউটার এর বেসিক শেখানোর জন্য। সময় সীমা ২-৩ মাস। কিন্তু ছেলে মেয়েরা কিছুই শেখে না। এমনকি কোনটাকে ডেক্সটপ বলে? কিভাবে New Folder বানাতে হয় তাও জানে না।  
আমি একটা কম্পিউটার শেখার বাংলা বই  দিলাম আশা করি সুবিধা  হবে। বইটি বাংলায় লেখা internet এ অনেক খোঁজার পর পেয়েছি। উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।

এখান থেকে download করে নিন। 
Skip the add download






Source: www.hiractg.blogspot.com





Related Posts
Previous
« Prev Post