ব্যার্থ চেষ্টা

তুমি তো বাতাসের মতো চঞ্চল
বর্ষার নদীর মতো উচ্ছল,
প্রভাতি আলোর মতো তোমার অঙ্গ
সত্যি, তুমি যেন নীল সমুদ্রের
উদ্বেলিত তরঙ্গ!
তুমি স্বপ্নের মতো মায়াবী
তুমি উদ্ভাসিত হিমেল হাওয়া
কত সোনালী স্বপ্ন তোমার চোখে,
তাইতো তোমাকে আঁকতে চেয়েছি
বারবার সাহারার শুষ্ক বুকে!
তোমার শাড়িতে আঁকতে চেয়েছি
আফ্রিকার ঘন সবুজ বন,
তোমার নয়ন- ঐ যে দূরের
যেন হালকা নীল গগন।
তোমাকে আঁকতে চেয়েছি বৃষ্টির প্রতিটি ফোঁটায়,
তোমাকে আঁকতে চেয়েছি
লাল গোলাপের সবুজ বোঁটায়!
ভোরের ঘন কুয়াশা থেকে
দুপুরের তপ্ত রোদে,
তোমাকে আঁকতে চেয়েছি মোর হৃদে।
তোমাকে আঁকতে চেয়েছি
রাজ রাজাদের নবরত্ন সভায়,
মোর চেষ্টা ব্যার্থ হয়েছে বারবার
তাইতো আজও পারিনি হায়!!

- একলা পথিক

Related Posts
Previous
« Prev Post