সাধারন বন্ধু


কোনোদিন দেখিনি তোমায়
তবু মনে হয় কত যুগ চিনি
তোমায়-
স্মৃতির ডাস্টবিনে স্তরে স্তরে ধিরে ধিরে
জমেছে আবর্জনার
স্তুপ-
মাকড়সা বুনেছে জাল
তোমার সুন্দর মুখটা অস্ফষ্ট হয়ে আসছে
হাজার
হাজার মানুষের ভিড়ে প্রতিনিয়ত
খুঁজে চলেছি তোমাকে-
আধুনিক মেকি
সভ্যতার মুখোশে
ওরা কেমন যেন খাপছাড়া-অসংলগ্ন
ওরা অসাধারন”,
আমি
তো অসাধারনকে চাইনি
চেয়েছি তোমার মত সাধারনবন্ধুকে।।

*******************একলা পথিক 



Related Posts
Previous
« Prev Post