বেসিক কম্পিউটার শিক্ষা বাংলা ভাষায়

বেসিক কম্পিউটার শিক্ষা বাংলা ভাষায়
আমরা অনেকেই কম্পিউটার শিখি কিন্তু সে শিক্ষা যথাযথ ভাবে হয় না, সঠিক প্রশিক্ষণের অভাবে। বিশেষ করে গ্রাম বাংলার ছেলে মেয়েদের খুবই অসুবিধা হয়। কারন সেখানে পরি-কাঠামো ঠিক নেই। আর সবচেয়ে বড় সমস্যা হল ইংরাজি।  যেহেতু এটা বেদেশি ভাষা তাই অনেকেই ভয় পেয়ে পিছিয়ে আসে। আমার নিজের দেখা অনেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ২৫০০-৩০০০ টাকা নেয় কম্পিউটার এর বেসিক শেখানোর জন্য। সময় সীমা ২-৩ মাস। কিন্তু ছেলে মেয়েরা কিছুই শেখে না। এমনকি কোনটাকে ডেক্সটপ বলে? কিভাবে New Folder বানাতে হয় তাও জানে না।  
আমি একটা কম্পিউটার শেখার বাংলা বই  দিলাম আশা করি সুবিধা  হবে। বইটি বাংলায় লেখা internet এ অনেক খোঁজার পর পেয়েছি। উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।

এখান থেকে download করে নিন। 
Skip the add download






Source: www.hiractg.blogspot.com




বিস্তারিত পড়ুন

তুমি এলে না

তুমি এলে না

কাশের ফুলে নতুন করে লাগলো আবার দোলা
শরতের মেঘ আপন মনে হয়েছে পথ ভোলা।
ঢাকের কাঠি উঠলো বেজে
কলা বউটি লুকায় লাজে,
ফিরে আসে কত পাখ পাখালি
সাজিয়ে নিয়ে গানের ডালি।
শৈল তলে ঝড়ে পড়ে ঝর্ণার মূর্ছনা
সবাই এলো ফিরে ফিরে
কই তুমি তো এলে না!

মোহন আলোয় জাগল রবি
নতুন সুরে গাইবে নবী
সবুজ যেন প্রকৃতিকে ঢাকল কোমল স্নেহে
শান্ত নদী কলোচ্ছাসে যায় গো হৃদয়ে ধেয়ে।
শিশির ঝরে ধানের শিষে
বাতাস তাতে যায় গো মিশে,
শুরু হয় প্রকৃতির মহামিল
দূর হতে সুর্য দেখে হাসিছে খিল খিল।
স্বলাজে সে তাকায় মিটিমিটি
যেন উঠলো জ্বলে প্রভাত বেলার বাতি দেউটি।
শিউলি শেফালীর রূপ দেখিয়া নয়ন ফেরে না-
তোমারআশায় রইগো বসে
তুমি তো এলে না!

ফুলের বনে জাগল জোয়ার
দোয়েল শ্যামা খুলল দুয়ার
তাদের গানে গানে;
চারিপাশটা ভরিয়ে দিলে আনন্দ কলতানে।
মেঘের সাথে রবি মামা খেলছে লুকোচুরি,
নদীর ঘাটে আজও বাঁধা মোর সে ভাঙ্গা তরী।
একলা আমি রইগো বসে তোমার পথ চেয়ে
কত রমণী গেলা ফিরে এই ঘাটেতেই নেয়ে।
শুকিয়ে গেল মিলন মালা,
ফুরিয়ে এবার গোধূলি বেলা
আসল নেমে আঁধার;
ক্ষুদ্র বক্ষে হঠাৎ যেন তরঙ্গ তুলিল পাথার।
পশ্চিম কোনে আঁধার নামে;
মন যে মানে না-
সবাই এলো ফিরে ফিরে
তুমি তো এলে না!
- একলা পথিক




বিস্তারিত পড়ুন

স্বপ্ন

স্বপ্ন
ছিড়ে গেছে মোর স্বপ্নের মণিহার
ডুবন্ত ভবিষ্যত হাতছানি দেয় বার বার-
নিশুতি অন্ধকারে;
ছড়ানো মণি সাজানোর তরে
খুঁজে ফিরি এক টুকরো সুতা,
দেখি নিভৃতে দাঁড়ায়ে এক দুহিতা
আশার প্রদীপ হাতে,
যে চাবিকাঠি পাইনি খুঁজে রাত্রির আর্তনাদে।
আজ পাইলাম সেই স্বপ্নের পুর্নবাসনা
হয়তো আগামিতে পূর্ন হবে স্বপ্ন সাধনা।।

- একলা পথিক
 
বিস্তারিত পড়ুন

হে স্বাধীনতা

হে স্বাধীনতা

তারাদের মতো মিটমিট করছো ইতিহাসের পাতায় এক কোনে
ফাঁসির দড়ির একটি টানে স্তব্ধ হৃৎপিণ্ড
হে স্বাধীনতা নাকি তোমার জন্য!
প্রায় ৬০ বছর বিজয় পাতাকা উড়ছে উঁচুতে উঁচুতে
আরও উঁচুতে
হে স্বাধীনতা, জানি না তুমি ক্লান্ত হয়ে পড়েছ কিনা!

সীমান্তের আকাশটা আজও লাল আওয়েন
সিপাহী গুলো মহা বিদ্রোহের মাঠে আজও স্বাধীনতা খুঁজছে
হাসপাতালের বেডে ভুখা মরার আগে
তোমার শেষ ঘৃণার দৃষ্টি টা কাকে খুঁজছিল বাঘাযতিন
পলাশীর বিশ্বাস ঘাতাক কে?
এত কি ভাবছো বিবাদী?
জালালাবাদের গুহাতেও নিরাপত্তা নেই!
বিদেশী এসি ঘোড়ায় চড়ে লক্ষ্মী বাইয়ের হাত ধরে
নাইট ক্লাব তোমাকে খুঁজছে প্রীতিলতা
হয়তো এক সেট মডার্ন ড্রেস দিয়ে তোমাকে সদস্য করবে বলে!
বর্ন পরিচয় তুমি হাসছো!
তবে সতীদাহ তোমার চোখে জল কেন?
কোনের ঘরের সিন্ধুকে পন খুঁজছে বলে!
তোমার স্বপ্ন এভারেস্ট ছুয়ে মঙ্গলে আছড়ে পড়েছে স্বামীজী
আর একটু বাকি!
লিপস্টিকের প্রলেপে গান্ধিবুড়ি তোমার স্বদেশ স্বাধীনতার প্রয়াস
আজ ড্যাশ স্বাধীনতার অপব্যবহারে পরিনত
বোতল বুকে টলতে টলতে এগিয়ে চলেছে-
সাদা পোশাকের প্রতিশ্রুতির সমুদ্রে
তোমার give me blood” নোনা জল খেতে খেতে
নতুন ব-দ্বীপ খুঁজছে!
শুরুতেই লজ্জ্বায় মুখ ঢাকলে
দেখবে না নতুন নাথুরামদের
পুটুলি বাঁধা আর কাদা ছেটানোর খেলা
সমাজের অলিতে গলিতে গজিয়ে ওঠা
নব্য আজাদ হিন্দ বাহিনীর প্রকাশ্য সন্ত্রাস! 
-একলা পথিক 
বিস্তারিত পড়ুন

মুক্তি

মুক্তি
মাটির মহলে স্মৃতির শিকলে বন্দী
যদিও মুক্ত ভাঙ্গা কাঠের দুয়ার,
মর্মাহত মনকে পাহারা দেয় ওরা
আজ এই বসন্ত উৎসবের দিনেও!
এ মহল যদিও কোন বিলাসী রাজাদের নয়;
নয় প্রাচীন গ্রীস রোমের মত।
তবুও যেন সৃষ্টির আদিকাল থেকে
আজও স্বসন্মানে অক্ষত।
একদিন খুশীর জোয়ারে রঙের বন্যায়
সবার সাথে নেচে উঠত এই মহল
সময়ের গতি ঠেকে দিয়েছে সে ইতিহাস।
সেই হতে হয়তো কারো অপেক্ষায়
নেভানো প্রদীপ জ্বলল না আজ অবধি!
দূর হল না অন্ধকার!
ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে দেখা চেনা মুখগুলো
বসন্তের রঙে অচেনা।
সাজানো বাগানটা আজ মরুদ্যান
ভেসে আসে না কোকিলের সুর-
বসন্ত যেন বড্ড দূরে!
শূন্য মহলটা হয়তো শূন্যই রয়ে যাবে
বাজবে না তার পায়ের শৃঞ্জন
মরিচীকা হয়ে যাবে সবকিছু
হয়তো একদিন কুয়াশায় ঠেকে যাবে
মুক্তির পথটাও!
-একলা পথিক

বিস্তারিত পড়ুন

ব্যার্থ চেষ্টা

ব্যার্থ চেষ্টা
তুমি তো বাতাসের মতো চঞ্চল
বর্ষার নদীর মতো উচ্ছল,
প্রভাতি আলোর মতো তোমার অঙ্গ
সত্যি, তুমি যেন নীল সমুদ্রের
উদ্বেলিত তরঙ্গ!
তুমি স্বপ্নের মতো মায়াবী
তুমি উদ্ভাসিত হিমেল হাওয়া
কত সোনালী স্বপ্ন তোমার চোখে,
তাইতো তোমাকে আঁকতে চেয়েছি
বারবার সাহারার শুষ্ক বুকে!
তোমার শাড়িতে আঁকতে চেয়েছি
আফ্রিকার ঘন সবুজ বন,
তোমার নয়ন- ঐ যে দূরের
যেন হালকা নীল গগন।
তোমাকে আঁকতে চেয়েছি বৃষ্টির প্রতিটি ফোঁটায়,
তোমাকে আঁকতে চেয়েছি
লাল গোলাপের সবুজ বোঁটায়!
ভোরের ঘন কুয়াশা থেকে
দুপুরের তপ্ত রোদে,
তোমাকে আঁকতে চেয়েছি মোর হৃদে।
তোমাকে আঁকতে চেয়েছি
রাজ রাজাদের নবরত্ন সভায়,
মোর চেষ্টা ব্যার্থ হয়েছে বারবার
তাইতো আজও পারিনি হায়!!

- একলা পথিক
বিস্তারিত পড়ুন

সুখপাখি

সুখপাখি
একটি বারও কি মনে হবে সেই আমাকে?
আলমারিতে সাজানো দামী উপহার গুলোর ভিড়ে
একটি বারও কি ফুটে উঠবে
আমার মুখের প্রায় অস্পষ্ট প্রতিচ্ছবি?
বইয়ের পাতার ভেতরে শুকানো গোলাপটা দেখে
একবারও কি মনে হবে!
প্রথম প্রেম নিবেদনের অভিব্যাক্তিটা-
একটি বারও কি মনে হবে-
হৃদয় খাঁচা শূন্য করে উড়ে গেছে
তোমার সুখ পাখীটা!
জানিনা-

-একলা পথিক
বিস্তারিত পড়ুন

স্মৃতির সমুদ্রে

স্মৃতির সমুদ্রে
যদি এমন হয়-
এ পৃথিবী থেকে বিদায় নিলেম তোমার আগে!
রেখে গেলেম ক্ষণিকের স্মৃতির
যা শুধুই তোমার তরে!
জানিনা ভেসে যাবে কিনা তোমার অশ্রুজলে-
সেই প্রথম দেখা লাল শাড়িতে
কিংবা প্রথম স্কুল পালিয়ে নৌকা চড়ে
লোকালয় থেকে অনেক দূরে
নদির ওপারে যাওয়া
শুধু একটু নির্জনতার খোঁজে!
জানিনা ঘন কুয়াশার ঢেকে যাবে কিনা
রক্তে ভেজা তোমার চিঠিটা!
নাকি শরতের পুরানো পাতা ঝরানোর মত
সময়ের কঠিন স্রোতে
ভাসিয়ে দেবে আমাকে

স্মৃতির অথৈ সমুদ্রে!

- একলা পথিক

বিস্তারিত পড়ুন

বিষাক্ত তীর

বিষাক্ত তীর


বহুদিন পরে
মেঠো চেনা পথটা ধরে
চলেছিলেম একা-
কলসী কাঁকে হঠাৎ করেই
তোমার সাথে দেখা!
মুখটা ফিরায়ে নিলে অচেনার ভানে
কি যে অপরাধ কে জানে!
সে কি ঘৃণা, নাকি অভিমান!
সে তো জানে শুধু ভগবান!
আহত যে পাখিটার ভেঙ্গে গেছে নীড়
কেন তারই বুকে বিঁধে দাও
এত বিষাক্ত যন্ত্রনার তীর!

-একলা পথিক
বিস্তারিত পড়ুন

স্বপ্ন

স্বপ্ন
স্বপ্ন ওটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে...স্বপ্ন ওটা যেটা মানুষকে ঘুমতে দেয় না ।। আর এই স্বপ্নের বিছানায় যখন মানুষের লক্ষ যায় ঘেঁটে...তখন সে নিজেকেও চিন্তে পারে না ।।

- রাজদীপ
বিস্তারিত পড়ুন

সাধারন বন্ধু

সাধারন বন্ধু

কোনোদিন দেখিনি তোমায়
তবু মনে হয় কত যুগ চিনি
তোমায়-
স্মৃতির ডাস্টবিনে স্তরে স্তরে ধিরে ধিরে
জমেছে আবর্জনার
স্তুপ-
মাকড়সা বুনেছে জাল
তোমার সুন্দর মুখটা অস্ফষ্ট হয়ে আসছে
হাজার
হাজার মানুষের ভিড়ে প্রতিনিয়ত
খুঁজে চলেছি তোমাকে-
আধুনিক মেকি
সভ্যতার মুখোশে
ওরা কেমন যেন খাপছাড়া-অসংলগ্ন
ওরা অসাধারন”,
আমি
তো অসাধারনকে চাইনি
চেয়েছি তোমার মত সাধারনবন্ধুকে।।

*******************একলা পথিক 


বিস্তারিত পড়ুন

অন্য পৃথিবী

অন্য পৃথিবী
আর একটা তুমি পৃথিবী দাও
যেখানে আমি একা,
দুই পৃথিবীর মিলন স্থলে
একফালি চাঁদ বাঁকা,
আর দিও এক শান্ত নদী
কভু সেখানে হারাই যদি
স্মৃতির সাগরে,
একটি কোকিল পাঠিয়ে দিও
তীরের কিনারে
গানে গানে উঠুক ভরে,
ভগ্ন বীণার ছিন্ন তারে
ভাসুক স্মৃতির ভেলা,
আর আমারে খেলিও না তুমি
মিথ্যা প্রেমের খেলা

সবুজ ঘাসে যখন বসে
ভাববো তোমার কথা
তোমার শরৎ ঝরিয়ে দেবে
একটি শুকনো পাতা
এই পৃথিবীতে ছিলেম যখন
আমার ছিলে তুমি,
নতুন পৃথিবীতে পাঠিয়ে দিও
ক্যাকটাস মরুভূমি
চলতে চলতে ফুরিয়ে পথ
করেছিলে কতো মিথ্যা শপত,
মিথ্যারই হল জয়-
প্রেম যে আজ ভাঙ্গার খেলা
ভাবতেই ভয় হয়।।
***************


বিস্তারিত পড়ুন

লেখা পাঠাতে হলে

লেখা পাঠাতে হলে


  আপনাদের লেখা মনপাখি পাঠাতে পারেন, ছোট বড় সবাই- বয়সের কোনো বাঁধা নেই, যেকোনো লেখা পাঠাতে পারেন, মনোনীত হলে এখানে প্রকাশ করা হবে, আপনি আপনার মতামত পাঠাতে পারেন আপনার অমূল্য মতামত ও লেখা আমরা যত্ন সহকারে প্রকাশ করব নিজেদের আঁকা ছবি,ফটোগ্রাফিভ্রমন কাহিনি, কবিতা, গল্প, ছোট গল্প,  ছড়া যেকোনো ধরনের লেখা পাঠাতে পারেন



* লেখা পাঠানোর নিয়মঃ


* বাংলাতে টাইপ করে পাঠাতে পারো তবে সেটা Notepad বা MS Word এ পাঠাতে হবে, এবং লেখাটা যেন unocode support করে

* বাংলা টাইপ না করতে পারলে ইংরাজিতে লিখে ফেলো

* ছবি পাঠালে jepg, png, jif format এ যেন থাকে

* Internet থেকে কোনো ছবি ব্যবহার করলে- সেটি কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তার সূত্র যেন থাকে

* ফটোগ্রাফি দিলে তার কপি রাইট ফ্রি হতে হবে

* লেখা ও ছবির সাথে অবশ্যই নিজের নাম, বয়স, কোথা থেকে পাঠাচ্ছো অর্থাৎ নিজের পরিচয় দিতে হবে সাথে মোবাইল নম্বর তা দিতে ভুল কর না

* নিজের একটা ছবি পাঠালে খুব ভালো হয়, তাতে নিজের পরিচিতি বাড়বে

* নিজের সম্পর্কে ছোট্ট একটা বিবরন, সেটা আমরা লেখক পরিচিতি বিভাগে ছবি সহ প্রকাশ করবো



আমরা আপনার অমূল্য মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করবো আপনাদের অমূল্য মতামত আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমরা আরও ভালো উপস্থাপন করতে পারবো আপনাদের কোন রকম অসুবিধা, চিন্তা ভাবনা, পরামর্শ থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন  আপনাদের সাহায্যই আমাদের চলার পথের পাথেও



ইমেল- 3drainbow11@gmail.com

Hyderabad

500058



* এখানে পোষ্টের সাথে কিছু ছবি ব্যবহার করা হয়েছে - যে গুলি Google থেকে নেওয়া সব ছবি ব্লগ সাইটের নিজস্ব নয়। *

* ব্লগের পোষ্ট গুলির কপি রাইট সম্পূর্ন ব্লগের 

* কোনো লেখা অনুমতি ছাড়া কপি পেস্ট করলে, বা অন্যায় ভাবে কোথাও ছাপা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

* কোনো লেখা প্রকাশ করতে গেলে ব্লগের অনুমতি নিতে হবে 

* কপি পেস্ট দণ্ডনীয় অপরাধ  

* সুধী পাঠক গণের কাছে আমাদের অনুরোধ অন্য কোথাও এই লেখা দেখলে আমাদের কে জানান 

বিস্তারিত পড়ুন

বাংলা না এলে

বাংলা না এলে
যদি বাংলা পড়তে অসুবিধা হয় তাহলে এই software টি download করে নিনআর সবচেয়ে ভালো বাংলা পড়া যায় Google Chrome Browser
আশা করি আর অসুবিধা হবে না
শুধু Download করে install করে নিন

Download clikc Here

Internet Explorer, Firefox ও অন্যান্য browser যারা ব্যবহার করেন, এই সফটওয়্যার টি ব্যাবহার করলে আশা করি অসুবিধা হবে না


বিস্তারিত পড়ুন

প্রথম দেখা

প্রথম দেখা
হাজার অতিথির ভিড়ে
দূর থেকে দুটি চোখ বার বার দেখছে তোমাকে-
যেন লাল গোলাপ হয়ে ফুটেছ কাননে
কেন জানিনা মন শীতের ঘন কুয়াশা হয়ে
শুকুন্তলার মতো ঢেকে রাখতে চায় তোমাকে!
মন শরতের শুভ্র মেঘ হয়ে
তোমার নীল আকাশে আলাপের জন্য ব্যাকুল
ছায়ার মতো নাগাল পেয়েও পাওয়া যায় না!
সেদিন তোমাকে প্রথম দেখেছিলাম-
তবু মনে হয় কতযুগ চিনি তোমাকে,
ভেবেছিলাম-
তোমার প্রেম বারিধারা
ব্যাকুল হৃদয় টাকে ভিজিয়ে শান্ত করে দেবে!
তুমি যেন উত্তর মেরু
কম্পাস মন আমার তোমাতেই স্থির-
স্বপ্নের দেশে উড়তে উড়তে মন পাখীটা
কখন ডানা ঝাঁপটাতেই ভুলে গেছে,
আমার হৃদয় প্রদীপে তোমার প্রতিচ্ছবি
প্রাণ শিখা হয়ে জ্বলছে!

আমার মন যেন-
 ঐ সবুজ মাঠের পাকা ফসল
ঘরে ফেরার প্রহর গুনছে !
আমার স্পন্দন  খোঁজে তোমার নিঃশ্বাস ,
মাঝি হয়ে বসে আছি তোমার তীরে
তোমার জ্যোস্নার পরশে
অশান্ত আমার দরিয়া
নেশাগ্রস্থ ঢেউ গুলো যেন উন্মাদ উত্তাল
ধৈর্যের বাঁধে ফাটল ধরেছে
হয়তো এবার দুকুল ঝাঁপাবে
ভাবলাম ভাসিয়ে দিই নিজেকে
কিন্তু আমার ময়ূর পঙ্খী
যেতে পারছে না তোমার কাছে!
জানিনা কিসের লজ্জা লোকচক্ষু
প্রাচীর হয়ে পৃথক করেছে তোমাকে আমাকে!
সমাজের বেড়া টাকে ছিন্ন করে
সেদিন বলতে পারিনি -
ভালবাসি তোমাকে ।।

------------------- (সংক্ষেপিত)


বিস্তারিত পড়ুন