ভুলিনি তোকে

ভুলিনি তোকে

"ভুলিনি তোকে "

ভেবেছিলাম তুই গাছ হবি
আর আমি তার ছায়া
কিংবা পাখী হয়ে বাসা বাধবো ডালে-
কিন্তু কখন যে মাটি হয়ে গেছি!
তোর স্মৃতির শিকড় গুলো অক্টোপাশের মত
আস্টে পিষ্টে জড়িয়ে
একটু একটু করে শোষণ করছে!

ভেবেছিলাম তুই শান্ত নদী হবি
আর আমি তার মাঝি-
জোসনা রাতে আলতো আদরে
দাঁড় বেয়ে যাবো তোর বুকে!
কিন্তু কেন যে তুই উত্তাল তরঙ্গ হলি-
ছিঁড়ে গেল পাল
ভাঙা দাঁড় নিয়ে মাঝপথে দিশাহীন,
নৌকা ডুবির অপেক্ষায়-

ভেবেছিলাম ক্যানভাস হয়ে
তোর নরম তুলির টানে রঙিন হবো!
কিন্তু তোর ঘৃণার ছুরির আঘাতে
ক্ষত বিক্ষত ক্যানভাসটা
ভিজে লাল হয়ে গেছে!

ভেবেছিলাম তুই বৃষ্টি হবি
জানালার ধারে কান পেতে শুনবো তোকে-
বৃষ্টি তো হলি না!
তোর কথাগুলো শুকনো বজ্র হয়ে
আজও বর্ষিত হয় কানে-

তবু ভুলিনি তোকে
তুই আছিস
থেকে যাবি চিরকাল এমনিভাবে!!
------------সুপ্রভাত অধিকারী।।
বিস্তারিত পড়ুন

কথা ছিল

কথা ছিল
শহরের কালো ধূলি মাখা পথে
শুধু আমি ছাড়া সবাই ব্যাস্ত
ওরা আমাকে ফেলে ছুটে যায়
শুধু আমি পারি না!
ফুটন্ত চায়ের কেটলির ধোঁয়ায়
খুঁজতে থাকি তোকে-
এক দৃষ্টিতে
ভাবি-
আলাদিনের জিনের মত যদি একবার
সত্যি সামনে এসে দাঁড়াতিস!

কথা ছিল তোর পক্ষীরাজে চড়াবি,
শহরের সীমান্ত ছাড়িয়ে অনেক দূর-
রামধনুর দেশে মেলে দেবো ডানা
স্বপ্নের রেনু গুলো গায়ে মেখে
শুধু একবার ছুঁয়ে দেবো তোকে!

কথা ছিল জীবনের শেষ বসন্তে
দুনে মেলাবো হাত
ভালোবাসার বর্ষায় ভিজে গেছে সব
তারপর একদিন হালকা শীতের উষ্ণতা
আরও কাছে এনেছিল তোকে,
শরত এল, ফুল ফুটল-
কিন্তু কি জানি কার অভিশাপে
অসময়ে ঝরে গেল সব
বসন্ত এল শুধু তুই এলি না!
 ------------------------------একলা পথিক
বিস্তারিত পড়ুন

আর একটা তুমি পৃথিবী দাও

আর একটা তুমি পৃথিবী দাও
আর একটা তুমি পৃথিবী দাও 

আর একটা তুমি পৃথিবী দাও
যেখানে আমি একা,
দুই পৃথিবীর মিলন স্থলে
একফালি চাঁদ বাঁকা,
আর দিও এক শান্ত নদী
কভু সেখানে হারাই যদি
স্মৃতির সাগরে,
একটি কোকিল পাঠিয়ে দিও
তীরের কিনারে।
গানে গানে উঠুক ভরে,
ভগ্ন বীণার ছিন্ন তারে
ভাসুক স্মৃতির ভেলা,
আর আমারে খেলিও না তুমি
মিথ্যা প্রেমের খেলা।
সবুজ ঘাসে যখন বসে
ভাববো তোমার কথা
তোমার শরৎ ঝরিয়ে দেবে
একটি শুকনো পাতা ।
এই পৃথিবীতে ছিলেম যখন
আমার ছিলে তুমি,
নতুন পৃথিবীতে পাঠিয়ে দিও
ক্যাকটাস মরুভূমি ।
চলতে চলতে ফুরিয়ে পথ
করেছিলে কতো মিথ্যা শপত,
মিথ্যারই হল জয়-
প্রেম যে আজ ভাঙ্গার খেলা
ভাবতেই ভয় হয়।।

-----------------একলা পথিক
বিস্তারিত পড়ুন