Animation নামচা

Animation নামচা
** Animation নামচা **
জীবন মানে এগিয়ে চলা
জীবন মানে প্যাশান,
শখ করে তাই শিখেছিলাম
সাধের Animation!

2D 3D-র গোলক ধাঁধায়
জীবন কুপোকাত
চোখের কোনে রঙিন স্বপ্ন
করব বাজিমাত!

ছয় মাস ধরে 2D ক্লাসে
শুধুই হিজিবিজি,
3D ক্লাসে এসে বুঝি
ওটা শুধুই মিছিমিছি!

চাকরি পেলাম হায়দ্রাবাদে
বড়ই মজার দেশ,
জলের খোঁজে বাড়ি বদল
জীবন হল শেষ!

বেকার ছিলাম চাকরী পেলাম
মাইনে হাজার পাঁচ,
চলতে পথে শিখব কতো
বাঁচার নতুন ধাঁচ!

                 - একলা পথিক 
বিস্তারিত পড়ুন

আজকের ইতিহাস

আজকের ইতিহাস
আজকের ইতিহাস

সমুদ্র মন্থনে বাসুকীর বিষাক্ত বিষের জ্বালায়
পৃথিবীটা যখন যন্ত্রনায় ছটফট করছিল
একটু শান্তি দিয়েছিল নীলকণ্ঠ;
বাঁচিয়েছিল পৃথিবীর ইতিহাসের অস্তিত্ব!
কিন্তু, আজকের ইতিহাস-
বড় ভয়ঙ্কর ব্যাভিচারি
নিষ্ঠুর নির্দয় অমানবিক অত্যাচারী!

যেখানে প্রভাত বেলার সোনালী সূর্য উঠত
শোনা যেত পাখীর মধুর গান!
আজ লাল রক্তের সঙ্গে মিলে যায়
ঐ সূর্যের রঙটা।
যেখানে থাকার কথা স্নেহ-মমতা-ভালবাসা
আজ সেখানেই তৈরি হয়েছে
শয়তানের শয়তানী কারখানা!
বিষাক্ত গরল পান করার
সেই মানুষ নেই আর!
আছে দরিদ্রের  শেষ সম্বল থেকে
শেষ রক্তবিন্দু শুষে নেওয়ার মানুষ রূপী জানোয়ার।
কেউটের বিষাক্ত ছোবল মারার জন্য
আজ প্রত্যেকে প্রস্তুত!

আজ প্রেম মানে - অর্থ,
ভালোবাসা খুঁজতে জানে না সুখের ঠিকানা।
হাতে বিয়ার অর্ধ নগ্ন পোশাক পরে
বজ্রদীপ্ত কণ্ঠে দাবি করছে-
নারী স্বাধীনতার অধিকার!
দিন দুপুরে সবার সম্মুখে
নারীর শেষ সম্বল টুকু লুটে নিয়ে
পুরুষ সমাজ কি সুন্দর ভাবে স্বীকৃতি দিচ্ছে!
আর যারা আজকের সমাজ সংগঠক,
নীরব দর্শকের ভূমিকায়
ভগ্ন কলমের জোরে লিখে চলেছে
আজকের এই ক্ষয়িষ্ণু পৃথিবীর
ধ্বংসন্মুখী নতুন ইতিহাস!
              - একলা পথিক 
বিস্তারিত পড়ুন

প্রেম

 প্রেম

                      প্রেম   

যে পথে তুমি পা বাড়িয়ে ব্যার্থ হলে আজ
বৃথাই তুমি চিন্তা কর, বৃথাই তোমার লাজ !
কি লাভ বল কেঁদে নিরাশায়
জীবনের পথে কত আসে যায় !
মুছে ফেল সব বিরহের গান
নতুন করে ভরাও প্রাণ
আগামী দিনের আসে,
হাতছানি দেবে নতুন স্বপ্ন তোমায় ভালোবেসে
জীবনের যত ব্যর্থতা জ্বালিয়ে পুড়িয়ে  দাও
অন্ধকারে একা কেন দুঃখের তরী বাও ?
সবার মনে এই পথে শুধুই পিপাসা
কারোর পথটা আলোয় ভরা কারো বা হতাশা !
কে খন্ডাবে বিধাতার এই খেলা
মিছেই তুমি দুঃখ পাও ফুরাও তোমার বেলা!                               
                                                                       
                                                                        - একলা পথিক 



বিস্তারিত পড়ুন