Animation নামচা

Animation নামচা
** Animation নামচা **
জীবন মানে এগিয়ে চলা
জীবন মানে প্যাশান,
শখ করে তাই শিখেছিলাম
সাধের Animation!

2D 3D-র গোলক ধাঁধায়
জীবন কুপোকাত
চোখের কোনে রঙিন স্বপ্ন
করব বাজিমাত!

ছয় মাস ধরে 2D ক্লাসে
শুধুই হিজিবিজি,
3D ক্লাসে এসে বুঝি
ওটা শুধুই মিছিমিছি!

চাকরি পেলাম হায়দ্রাবাদে
বড়ই মজার দেশ,
জলের খোঁজে বাড়ি বদল
জীবন হল শেষ!

বেকার ছিলাম চাকরী পেলাম
মাইনে হাজার পাঁচ,
চলতে পথে শিখব কতো
বাঁচার নতুন ধাঁচ!

                 - একলা পথিক 
বিস্তারিত পড়ুন

আজকের ইতিহাস

আজকের ইতিহাস
আজকের ইতিহাস

সমুদ্র মন্থনে বাসুকীর বিষাক্ত বিষের জ্বালায়
পৃথিবীটা যখন যন্ত্রনায় ছটফট করছিল
একটু শান্তি দিয়েছিল নীলকণ্ঠ;
বাঁচিয়েছিল পৃথিবীর ইতিহাসের অস্তিত্ব!
কিন্তু, আজকের ইতিহাস-
বড় ভয়ঙ্কর ব্যাভিচারি
নিষ্ঠুর নির্দয় অমানবিক অত্যাচারী!

যেখানে প্রভাত বেলার সোনালী সূর্য উঠত
শোনা যেত পাখীর মধুর গান!
আজ লাল রক্তের সঙ্গে মিলে যায়
ঐ সূর্যের রঙটা।
যেখানে থাকার কথা স্নেহ-মমতা-ভালবাসা
আজ সেখানেই তৈরি হয়েছে
শয়তানের শয়তানী কারখানা!
বিষাক্ত গরল পান করার
সেই মানুষ নেই আর!
আছে দরিদ্রের  শেষ সম্বল থেকে
শেষ রক্তবিন্দু শুষে নেওয়ার মানুষ রূপী জানোয়ার।
কেউটের বিষাক্ত ছোবল মারার জন্য
আজ প্রত্যেকে প্রস্তুত!

আজ প্রেম মানে - অর্থ,
ভালোবাসা খুঁজতে জানে না সুখের ঠিকানা।
হাতে বিয়ার অর্ধ নগ্ন পোশাক পরে
বজ্রদীপ্ত কণ্ঠে দাবি করছে-
নারী স্বাধীনতার অধিকার!
দিন দুপুরে সবার সম্মুখে
নারীর শেষ সম্বল টুকু লুটে নিয়ে
পুরুষ সমাজ কি সুন্দর ভাবে স্বীকৃতি দিচ্ছে!
আর যারা আজকের সমাজ সংগঠক,
নীরব দর্শকের ভূমিকায়
ভগ্ন কলমের জোরে লিখে চলেছে
আজকের এই ক্ষয়িষ্ণু পৃথিবীর
ধ্বংসন্মুখী নতুন ইতিহাস!
              - একলা পথিক 
বিস্তারিত পড়ুন

প্রেম

 প্রেম

                      প্রেম   

যে পথে তুমি পা বাড়িয়ে ব্যার্থ হলে আজ
বৃথাই তুমি চিন্তা কর, বৃথাই তোমার লাজ !
কি লাভ বল কেঁদে নিরাশায়
জীবনের পথে কত আসে যায় !
মুছে ফেল সব বিরহের গান
নতুন করে ভরাও প্রাণ
আগামী দিনের আসে,
হাতছানি দেবে নতুন স্বপ্ন তোমায় ভালোবেসে
জীবনের যত ব্যর্থতা জ্বালিয়ে পুড়িয়ে  দাও
অন্ধকারে একা কেন দুঃখের তরী বাও ?
সবার মনে এই পথে শুধুই পিপাসা
কারোর পথটা আলোয় ভরা কারো বা হতাশা !
কে খন্ডাবে বিধাতার এই খেলা
মিছেই তুমি দুঃখ পাও ফুরাও তোমার বেলা!                               
                                                                       
                                                                        - একলা পথিক 



বিস্তারিত পড়ুন

সত্যজিত রায়ের বই সমগ্র

সত্যজিত রায়ের বই সমগ্র



সত্যজিত রায়ের বই সমগ্র
১. অনাথ বাবুর ভয়
২. অঙ্ক স্যার, গোলাপী বাবু আর টিপু
৩. অনুকূল
৪. অপুর পাঁচালি
৫. বারিন ভৌমিকের ব্যারাম
৬. বাতিক বাবু
৭. ভূতো
৮. ছিন্নমস্তার অভিশাপ
৯. ডাঃ মুনসীর ডায়রি
১০. একশৃঙ্গ অভিযান
১১. এখন সত্যজিত
১২. এবার কান্ড কেদারনাথে [কমিকস]
১৩. ফেলুদার গোয়েন্দাগিরি
১৪. ফটিক চাঁদ
১৫. গগন চৌধুরীর স্টুডিও
১৬. গ্যাংটকে গণ্ডগোল [কমিকস]
১৭. গোলোকধাম রহস্য
১৮. গোরস্থানে সাবধান
১৯. জাহাঙ্গীরের স্বর্নমুদ্রা [কমিকস]
২০. জাহাঙ্গীরের স্বর্নমুদ্রা
২১. যখন ছোট ছিলাম
২২. জয় বাবা ফেলুনাথ
২৩. কানাইয়ের কথা
২৪. লন্ডনে ফেলুদা
২৫. গুপী গাইন বাঘা বাইন
২৬. রবার্টসনের রুবি
২৭. রয়েল বেঙ্গল রহস্য
২৮. শেয়াল দেবতা রহস্য
২৯. সেরা সত্যজিত
৩০. শেঠ গঙ্গারামের ধনদৌলত
৩১. শঙ্কুর কাণ্ড কারখানা































































বিস্তারিত পড়ুন

কিভাবে বই ডাউনলোড করবেন?

কিভাবে বই ডাউনলোড করবেন?

শুধু ৩ ক্লিক এ বই ডাউনলোড হবে। 
প্রথমে * ডাউনলোড করতে  হলে এইটিতে ক্লিক করুন, তারপর একটা নতুন উইন্ডো ওপেন হবে সেখানে একটা ৫-৬ সেকেন্ডের এড দেখাবে। ডানদিকের কোনে skip বলে একটা option পাবেনসেটাকে ক্লিক করুনএরপর একটা নতুন page ওপেন হবে এবং সেখানে download option পাবেনdownload এ ক্লিক করুনএবার আপনার কম্পিউটার এ ফাইল টি সেভ হবে
ইমেজ গুলি দেখুনঃ 





বিস্তারিত পড়ুন

বেসিক কম্পিউটার শিক্ষা বাংলা ভাষায়

বেসিক কম্পিউটার শিক্ষা বাংলা ভাষায়
আমরা অনেকেই কম্পিউটার শিখি কিন্তু সে শিক্ষা যথাযথ ভাবে হয় না, সঠিক প্রশিক্ষণের অভাবে। বিশেষ করে গ্রাম বাংলার ছেলে মেয়েদের খুবই অসুবিধা হয়। কারন সেখানে পরি-কাঠামো ঠিক নেই। আর সবচেয়ে বড় সমস্যা হল ইংরাজি।  যেহেতু এটা বেদেশি ভাষা তাই অনেকেই ভয় পেয়ে পিছিয়ে আসে। আমার নিজের দেখা অনেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ২৫০০-৩০০০ টাকা নেয় কম্পিউটার এর বেসিক শেখানোর জন্য। সময় সীমা ২-৩ মাস। কিন্তু ছেলে মেয়েরা কিছুই শেখে না। এমনকি কোনটাকে ডেক্সটপ বলে? কিভাবে New Folder বানাতে হয় তাও জানে না।  
আমি একটা কম্পিউটার শেখার বাংলা বই  দিলাম আশা করি সুবিধা  হবে। বইটি বাংলায় লেখা internet এ অনেক খোঁজার পর পেয়েছি। উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে।

এখান থেকে download করে নিন। 
Skip the add download






Source: www.hiractg.blogspot.com




বিস্তারিত পড়ুন

তুমি এলে না

তুমি এলে না

কাশের ফুলে নতুন করে লাগলো আবার দোলা
শরতের মেঘ আপন মনে হয়েছে পথ ভোলা।
ঢাকের কাঠি উঠলো বেজে
কলা বউটি লুকায় লাজে,
ফিরে আসে কত পাখ পাখালি
সাজিয়ে নিয়ে গানের ডালি।
শৈল তলে ঝড়ে পড়ে ঝর্ণার মূর্ছনা
সবাই এলো ফিরে ফিরে
কই তুমি তো এলে না!

মোহন আলোয় জাগল রবি
নতুন সুরে গাইবে নবী
সবুজ যেন প্রকৃতিকে ঢাকল কোমল স্নেহে
শান্ত নদী কলোচ্ছাসে যায় গো হৃদয়ে ধেয়ে।
শিশির ঝরে ধানের শিষে
বাতাস তাতে যায় গো মিশে,
শুরু হয় প্রকৃতির মহামিল
দূর হতে সুর্য দেখে হাসিছে খিল খিল।
স্বলাজে সে তাকায় মিটিমিটি
যেন উঠলো জ্বলে প্রভাত বেলার বাতি দেউটি।
শিউলি শেফালীর রূপ দেখিয়া নয়ন ফেরে না-
তোমারআশায় রইগো বসে
তুমি তো এলে না!

ফুলের বনে জাগল জোয়ার
দোয়েল শ্যামা খুলল দুয়ার
তাদের গানে গানে;
চারিপাশটা ভরিয়ে দিলে আনন্দ কলতানে।
মেঘের সাথে রবি মামা খেলছে লুকোচুরি,
নদীর ঘাটে আজও বাঁধা মোর সে ভাঙ্গা তরী।
একলা আমি রইগো বসে তোমার পথ চেয়ে
কত রমণী গেলা ফিরে এই ঘাটেতেই নেয়ে।
শুকিয়ে গেল মিলন মালা,
ফুরিয়ে এবার গোধূলি বেলা
আসল নেমে আঁধার;
ক্ষুদ্র বক্ষে হঠাৎ যেন তরঙ্গ তুলিল পাথার।
পশ্চিম কোনে আঁধার নামে;
মন যে মানে না-
সবাই এলো ফিরে ফিরে
তুমি তো এলে না!
- একলা পথিক




বিস্তারিত পড়ুন